হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফেনারবাঁক শাখা গঠন

জামালগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২১
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০১:১০ পূর্বাহ্ন



হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফেনারবাঁক শাখা গঠন

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন শাখা গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গঙ্গাধরপুর গ্রামস্থ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের ফেনারবাঁক ইউনিয়ন শাখার আহ্বায়ক কর্মচরণ তালুকদার। অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সভাপতিমণ্ডলীর সদস্য সুধাংশু রঞ্জন দে। সভায় সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজীব বণিক।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে রনজিত তালুকদারকে সভাপতি, জয়মোহন দাস, রাজেন্দ্র তালুকদার ও রামানন্দ তালুকদারকে সহ-সভাপতি, রনধীর তালুকদারকে সাধারণ সম্পাদক, সুধাংশু রঞ্জন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক ও রঞ্জন কান্তি তালুকদারকে অর্থ সম্পাদক করে তিন বছর মেয়াদী ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।


বিআর/আরআর-০৪