জগন্নাথপুরে নৌকা, গরু চুরি ও যৌতুক মামলার গ্রেপ্তার ৫

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন



জগন্নাথপুরে নৌকা, গরু চুরি ও যৌতুক মামলার গ্রেপ্তার ৫

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে নৌকা ও গরু চুরি মামলায় চার জন এবং যৌতুক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে চুরি যাওয়া একটি মাছ ধরার নৌকা।

শনিবার ( ১১ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে চুরি করা একটি মাছ ধরার নৌকা দিরাইয়ে বিক্রিকালে স্থানীয়রা সামছুল ইসলাম (৩৫), রহিত মিয়া (৩০) ও সুহেল আহমদ (২২)কে তিনজনকে আটক করে।

পরে খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করেন। এসময় চুরি যাওয়া নৌকাটি জব্দ করা হয়। এ বিষয়ে একটি চুরির মামলা হয়েছে।

অন্যদিকে, একই রাতে পৃথক অভিযানে গরু চুরি মামলায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের নোয়াব আলীর ছেলে মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়া। 

এছাড়া, যৌতুক মামলায় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে বাবুল মিয়া কে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

এ এ/বি এন-০৬