ছয় বলে ছয় ছক্কা মারলেন যুক্তরাষ্ট্রের মালহোত্রা

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২১
০১:২৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০১:২৯ অপরাহ্ন



ছয় বলে ছয় ছক্কা মারলেন যুক্তরাষ্ট্রের মালহোত্রা


আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারেন যশকরণ মালহোত্রা। ব্যাটসম্যানকে হয়তো অনেকেই চিনবেন না। যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের উইকেটকিপার অনন্য এই কীর্তিটা গড়েছেন ৯ সেপ্টেম্বর। ওমানে আল আমেরাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে অপরাজিত ১৭৩ রানের ইনিংস খেলার পথে ছয় ছক্কা মেরেছেন মালহোত্রা।

সেদিন দলকে ২৭১ রানে পৌঁছে দেওয়ার পথে পাপুয়া নিউগিনি ইনিংসের ৫০তম ওভারে মিডিয়াম পেসার গডি টোকার সব বলেই ছয় মেরেছেন মালহোত্রা। সব মিলিয়ে ইনিংসে ১৬টি ছক্কা মেরেছেন। সঙ্গে চারটি চার ছিল। ১২৪ বলের সে ইনিংসের পর ১৩৪ রানের জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

প্রথম আমেরিকান হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করা মালহোত্রা ওয়ানডেতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারলেন। প্রথম কীর্তিটা হার্শেল গিবসের। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে সে কীর্তি ছিল গিবসের। কিন্তু গিবস বা পোলার্ড নয়, মালহোত্রার আগ্রহ টি-টোয়েন্টিতে প্রথম সে কীর্তি গড়া যুবরাজকে নিয়েই। ক্রিকইনফোকে বলেছেন, ‘আমি জানি যুবি ভাই (যুবরাজ) আমাকে খুব দ্রুতই ফোন দেবেন। আমি খুব আগ্রহে সেটার অপেক্ষায় আছি।’

অপেক্ষায় থাকারই কথা, যুক্তরাষ্ট্রের হয়ে খেললেও মালহোত্রার জন্ম, বেড়ে ওঠা সব ভারতের পাঞ্জাবে। হিমাচল প্রদেশের হয়ে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন। অধিনায়কও ছিলেন। ভারত অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু সে দলে আর ডাক পাননি। বিরাট কোহলির মতো এক তারকার সঙ্গে তাই বিশ্বকাপ জেতার ভাগ্য তাঁর হয়নি। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার সিদ্ধান্ত নেন, ‘আমি ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন দেখতাম। কিন্তু যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলাটাও তৃপ্তিদায়ক।’

এএন/০৭