শান্তিগঞ্জে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত বিদ্যালয়

শান্তিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১২, ২০২১
০৮:৫২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০৮:৫২ অপরাহ্ন



শান্তিগঞ্জে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত বিদ্যালয়

দীর্ঘ দেড় বছর পর সরকারি নির্দেশনা অনুযায়ী  সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ খোলায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে খুশি ও উচ্ছ্বাস দেখা গেছে। 

সরকারি বিধি নিষেধ, স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে পাঠদান শুরু হয়েছে।  

রবিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, পাগলা হাইস্কুল এন্ড  কলেজ ও উজানীগাঁও প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, উপজেলার বিদ্যালয়গুলোতে সকাল থেকে শিক্ষার্থীরা আসা শুরু করে। 

শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে ও মুখে মাস্ক পড়ে শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে তাদেরকে মাস্ক প্রদান ও বিদ্যালয়ের প্রবেশের পূর্বেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে প্রবেশ নিশ্চিত করা হয়েছে। শ্রেণী কক্ষে প্রতিটি বেঞ্চে দুইজন ২ জন এবং বড় বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসানো হয়েছে। 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান জানান, দীর্ঘদিন পর স্কুল খুলেছে। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্কুলে এসেছে। তাদের আগমন যেন আনন্দময় হয়, সেই দিকে লক্ষ্য রেখে বিদ্যালয়ের বেঞ্চসহ বিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ছাত্রছাত্রীদের মাঝে ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

এস টি/বি এন-০৮