দোয়ারাবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২১
০৭:৩৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২১
১০:৩৬ অপরাহ্ন
দোয়ারাবাজারে এক অন্তঃসত্তা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সুরমা ইউনিয়নের নন্দীগ্রামের কমর উদ্দিনের বসতবাড়ির বাথরুম থেকে তারই পুত্রবধূ লায়লা বেগমের (২০) মৃতদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, লায়লা বেগম আটমাসের অন্তঃসত্তা ছিলেন। সোমবার ভোরে তার স্বামী তাজুল ইসলাম হাওরে মাছ ধরতে যান। সকালে হাওর থেকে ফিরে লায়লা বেগমকে ডাকাডাকি করে কোথাও পাননি। পরে বাথরুমের দরজা বন্ধ থাকায় জানালা ভেঙে তার স্ত্রীর লাশ দেখতে পান। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ‘অন্তঃসত্তা নারীর লাশ উদ্ধার করে সুরতহালে মৃত্যুর কোনো কারণ বা চিহ্ন পাওয়া যায়নি। গৃহবধূর বাবার পরিবার ও তার স্বামীর পরিবার একমত হয়ে লাশের ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছে। আদালতের সিদ্ধান্ত পেলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
এইচ এইচ/বি এন-০৬