চীনে প্রাথমিক স্কুল থেকে করোনার নতুন প্রাদুর্ভাব

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৪, ২০২১
০৫:১৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১
০৫:১৯ অপরাহ্ন



চীনে প্রাথমিক স্কুল থেকে করোনার নতুন প্রাদুর্ভাব

চীনে ফের করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনায় আক্রান্ত নতুন নতুন রোগী। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে ভাইরাসের এই সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে পাওয়া রিপোর্ট অনুযায়ী- ফুজিয়ান প্রদেশের ওই প্রাইমারি স্কুলের এক শিক্ষার্থীর বাবার কাছ থেকে করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে। গত সপ্তাহে তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন।

এদিকে গত চারদিনে শতাধিক করোনা রোগী শনাক্তের পর ফুজিয়ানের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে এক সপ্তাহের মধ্যে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করাতে নির্দেশ দিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, ফুজিয়ান প্রদেশের পুতিয়ান শহরটি করোনায় চীনের অন্যতম ক্ষতিগ্রস্ত শহর হতে চলেছে। শহরটিতে প্রায় ৩০ লাখ মানুষ বসবাস করেন। সেখানকার একটি প্রাইমারি স্কুল থেকেই প্রাথমিকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ওই স্কুলের এক শিক্ষার্থীর বাবার শরীরে গত ১০ সেপ্টেম্বর করোনাভাইরাস শনাক্ত হয়। গত ৪ আগস্ট সিঙ্গাপুর থেকে তিনি দেশে ফিরে এসেছিলেন। পরে ২১ দিনের কোয়ারেন্টাইনেও ছিলেন তিনি। এই সময়ের মধ্যে তিনি ৯ বার করোনা পরীক্ষা করান এবং প্রতিবারই ফলাফল ছিল নেগেটিভ। তবে দেশে ফেরার ৩৮ দিনের মাথায় তার শরীরে করোনা শনাক্ত হয়।

যদিও করোনা ছড়িয়ে পড়ার মূল কারণ ওই শিক্ষার্থীর বাবাই কি না বা বিদেশে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না, সেটি এখনও পরিষ্কার নয়। কারণ দীর্ঘ সময় ধরে কোয়ারেন্টাইনে থাকার পরও ভাইরাসের ছড়িয়ে পড়ার ঘটনাটি অদ্ভূত।

বি এন-১০