ধর্মপাশা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২১
১০:৪৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১
১০:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে এ ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম নাজিম উদ্দিন আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সী প্রমুখ।
এলজিইডি'র অধীনে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে গত ২০২০-২১ অর্থবছরে এ ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়।
এসএ/আরআর-০৩