শান্তিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২১
১০:৩৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১
১০:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২টায় এ অভিযান পরিচালনা করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পরিবহন আইনে শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের নেতৃত্বে ও শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় যাত্রবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশা থেকে জরিমানা আদায় করা হয়। এ সময় ২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি বাস থেকে মোট ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার বলেন, সরকারি নির্দেশানা মোতাবেক অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
এসটি/আরআর-০২