ধর্মপাশা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়টিতে সপ্তাহখানেক ধরে ভবন নির্মাণের কাজে নিম্নমানের ইট, সুরকি, বালু ও পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের উপকরণসামগ্রী ভবন নির্মাণ কাজে ব্যবহার করায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নূরুল ইসলাম ওই ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন।
মধ্যনগর পাবলিক বালিকা উচ্চবিদ্যালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, চার তলা বিশিষ্ট এই বিদ্যালয়ে ভবন নির্মাণকাজের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে দরপত্রের মাধ্যমে ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজটি পায় মোয়াজ্জেম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঠিকাদার শ্রমিক নিয়োজিত করে ভবন নির্মাণের কাজ শুরু করেন। মাসখানেক কাজ করার পর নির্মাণাধীন ভবনের চারদিকে পানি চলে আসায় কাজটি বন্ধ করে দিয়ে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা সেখান থেকে চলে যান। গত সপ্তাহখানেক ধরে ঠিকাদারের নিয়োজিত ৫/৬ জন শ্রমিক ভবন নির্মানের কাজটি পুনরায় শুরু করেন। কিন্তু ভবন নির্মানের কাজে তারা নিম্নমানের ইট, সুরকি, বালু ও পাথর ব্যবহার করে আসছিলেন।
এ খবর পেয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নূরুল ইসলাম কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভবন নির্মাণকাজ দেখতে যান। এ সময় ভবনটির ভিম ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে নিম্নমানের উপকরণ ব্যবহারের সত্যতা পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয় ভবনের ঢালাই কাজটি বন্ধ করে দিয়ে ঘটনাটি সঙ্গে সঙ্গে ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসানকে মুঠোফোনের মাধ্যমে অবগত করেন।
প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, ভবনটির ভিম ঢালাই কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় আমরা কাজটি বন্ধ করে দিয়েছি। বিষয়টি ইউএনও স্যারকেও জানিয়েছি।
এ ব্যাপারে ভবন নির্মাণকাজের ঠিকাদার মোয়াজ্জেম হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার প্রতিনিধি ভুলু চৌধুরী বলেন, যৎসামান্য সুরকি, বালু ও পাথর খারাপ ছিল। অভিযোগ আসায় আমরা এগুলোর ব্যবহার বন্ধ করে দিয়েছি। এই ভবন নির্মাণকাজ সঠিকভাবেই করা হবে।
ভবনের কাজের তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, ভবন নির্মাণের যে কোনো কাজে নিম্নমানের উপকরণসামগ্রী ব্যবহার করা যাবে না। শিগগিরই সরেজমিনে ওই ভবন নির্মাণের কাজটি পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান বলেন, এ সংক্রান্ত খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এসএ/আরআর-০৮