খেলা ডেস্ক
                        সেপ্টেম্বর ১৮, ২০২১
                        
                        ০৬:৩৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২১
                        
                        ০৬:৩৭ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    বাংলাদেশকে ১৯ রানে হারিয়ে ক্ষমা চাইল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ খেলায় আগে ব্যাট করে ২১০/৮ রান করে আফগান যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন বিলাল আহমেদ, ৪৩ রান করেন ওপেনার সুলেমান আরবজাই।
টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪৪.২ ওভারে ১৯১ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৫০* রান করেন তাহজিবুল ইসলাম।
তবে এই ম্যাচেও জয়ের পথেই ছিল বাংলাদেশ। ২১১ রান তাড়ায় শেষ ১৬৫ রানে ৯ম উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য শেষ উইকেটে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৪ বলে ৪৬ রান। হাতে ছিল মাত্র এক উইকেট।
দশম উইকেটে মুশফিক হাসানকে নিয়ে ২৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান তাহজিবুল ইসলাম। শেষ ৩৪ বলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রয়োজন ছিল মাত্র ২০ রান। হাতে ছিল ১ উইকেট।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ও বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া ৪৫তম ওভারের দ্বিতীয় বলটা করতে যাওয়ার আগেই দ্রুতগতিতে ভেঙে দেন নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প। মুশফিক তখন ক্রিজের বাইরেই ছিলেন। আম্পায়ারও দিয়েছেন আউট। বাংলাদেশের শেষ ব্যাটসম্যানকে 'মানকাড' আউট করে খেলা শেষে অবশ্য ক্ষমা চেয়েছে আফগানিস্তান দল।
এএন/০১