সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২১
০৫:০৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২১
০৫:০৯ অপরাহ্ন
ভারতে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৩৯০ জনে।
একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের। এ নিয়ে ভারতে করোনা মোট প্রাণ কেড়ে নিয়েছে চার লাখ ৪৪ হাজার ৫২৯ জনের। গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, সংক্রমণ বাড়লেও কমেছে দৈনিক মৃত্যু।
শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
ভারতে সংক্রমণ বৃদ্ধিতে গত একদিনে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় দেড় হাজার রোগী বেড়ে এখন সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬৩৯ জনে।
বি এন-০১