সিলেটে শুরু হচ্ছে ১০০ বলের ক্রিকেট উৎসব

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৮, ২০২১
০৪:২০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২১
০৪:৪৫ অপরাহ্ন



সিলেটে শুরু হচ্ছে ১০০ বলের ক্রিকেট উৎসব

করোনায় স্থবির হয়ে পড়া স্থানীয় ক্রিকেটে প্রাণ ফেরাতে সিলেটে ১০০ বলের ব্যতিক্রর্মী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর থেকে সিলেট জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হবে।  জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা এতে অংশ নেবেন।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় টুর্নামেন্টের আয়োজক কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শত বল কাপ টুর্নামেন্টের আয়োজক কে আর হাসান, নাহিদ আক্তার রিফাত,  বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশী  ও ব্যবস্থাপনা কমিটির সদস্য রাজিন হোসেন। 

তারকা খচিত ১০টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান। তারা বলেন, ‘১৯ অক্টেবার শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৩ অক্টোবার পর্যন্ত। টুর্নামেন্ট দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে তারা বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে এ উৎসব হবে।‘ 


এএফ/০১