সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২১
১১:১৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২১
১১:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদী ও চলতি নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উত্তর তীরের লোকজন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রথমে সদর উপজেলার সুরমা ইউনিয়নের রেবীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ করেন তারা। পরে মিছিল সহকারে সুরমা নদীর তীরে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী।
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা কল্যাণ ঐক্য পরিষদ এবং উত্তর সুরমা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ৩টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের হাজারও মানুষ এতে অংশগ্রহণ করেন।
সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও আইনজীবী শামীম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, সেলিম আহমেদ, সাবেক ইউপি সদস্য মমিন মিয়া প্রমুখ।
এএম/আরআর-০৩