ধর্মপাশায় মা সমাবেশ ও মাস্ক বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ১৯, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন



ধর্মপাশায় মা সমাবেশ ও মাস্ক বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গর্ভবতী মা ও নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মধ্যনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে এখানকার ৪০ জন গর্ভবতী মা অংশ নেন।

মা সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকাদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সুজন চন্দ্র সরকার, মধ্যনগর থানার এসআই মাসুদ রানা, মধ্যনগর মা ও শিশুকল্যাণ কেন্দ্রের মিড ওয়াইফ সঞ্চিতা ভৌমিক, বেসরকারি সংস্থা মামণি ফাউন্ডেশনের সমন্বয়ক বরুন কান্তি সরকার, মধ্যনগর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকার, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।

সমাবেশে মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে উপস্থিত প্রত্যকের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়।


এসএ/আরআর-০৫