শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত

শান্তিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৯, ২০২১
০৫:৪২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২১
১১:১৫ অপরাহ্ন



শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী দেবগ্রাম এলাকায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, রবিবার সকালে দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে নোয়াখালী দেবগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীরা বের হতে সক্ষম হন। এ সময় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন। কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন হিমেল জানান, নিয়ন্ত্রণ হারিয়ে দেবগ্রাম এলাকায় বাসটি খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে সব যাত্রীকে বের করা হয়। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রী ও বাস উদ্ধারে কার্যক্রম চালিয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এস টি/বি এন-০১