জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২১
১১:০০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২১
১১:০০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পুলিশ অ্যাসল্ট মামলার সাক্ষী হয়ে এক ব্যক্তি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ নিয়ে নিরাপত্তাহীন ব্যক্তি জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট লিখিত আবেদন করেছেন।
রবিবার (১৯ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের কাছে নিজের জীবনের শঙ্কার কথা তুলে ধরেন তিনি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে গত ১৩ সেপ্টেম্বর দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৪ মার্চ জগন্নাথপুর থানার পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রাম থেকে ডাকাতির মামলার আসামি ওই গ্রামের আব্দুল হাশিমকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে আসামির স্বজনরা পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জগন্নাথপুর থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন। ওই মামলায় ১ নম্বর সাক্ষী হিসেবে একই গ্রামের আব্দুস সালামকে রাখা হয়।
আব্দুস সালাম বলেন, পুলিশ অ্যাসল্ট মামলায় আমাকে সাক্ষী করার পর থেকে আসামি ও তার স্বজনরা আমাকে নানা ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তাদের ভয়ে আমি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এএ/আরআর-০১