ধর্মপাশা প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২১
১১:৩২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
১১:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গ্রামের একটি বসতঘর থেকে বেলী রানী হাজং (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ। তিনি গুলগাঁও গ্রামের কৃষক সত্য লাল বৈরাগীর স্ত্রী।
মধ্যনগর থানার এসআই অনিক চন্দ্র দেব জানান, আজ সোমবার সকাল অনুমান সাড়ে নয়টার দিকে প্রতিবেশী এক নারী নিজ বসতঘরের আঁড়ের সঙ্গে বেলী রানী হাজংকে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজনের মাধ্যম খবর পেয়ে বেলা দুইটার দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ।
তিনি বলেন, ওই গৃহবধূর শরীরের আঘাতের কোনো চিহৃ দেখা যায়নি। মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্ত করার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এসএ/বিএ-০০৩