কোহলির বেঙ্গালুরকে উড়িয়ে দিল সাকিবের কলকাতা

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২০, ২০২১
০৫:৩৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
০৫:৩৭ অপরাহ্ন



কোহলির বেঙ্গালুরকে উড়িয়ে দিল সাকিবের কলকাতা


আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে

বেঙ্গালুরের দেওয়া ৯৩ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ১০ ওভার হাতে রেখে ৯ উইকেটে জয় তুলে নেয় কলকাতা । তবে এই ম্যাচে কলকাতার একাদশে ছিলেন না সাকিব আল হাসান।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নামে কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও ভেনকাটেস আয়ার। দুজনে শুরু থেকে বেঙ্গালুরের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। বাউন্ডারি পর বাউন্ডারি মারতে থাকে তারা। পাওয়ার প্লেতে তারা ৫৬ রান তুলে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। জয় থেকে মাত্র ১১ রান দুরে থাকতে চাহালের বলে আউট হয় শুভমান গিল । ৩৪ বলে ছয় চার ও এক ছক্কায় ৪৮ রান করেন এই ব্যাটসম্যান। দশম ওভার করতে আসে চাহাল। জয়ের জন্য দরকার ১১ রান। ওই ওভারের তৃতীয়, পঞ্চম ও শেষ বলে ৪ মেরে জয় নিশ্চিত করে ভেনকাটেস আয়ার। অপরাজিত থাকেন ২৭ বলে ৭ চার ও এক ছক্কায় ৪১ রান করে।

এর আগে টস হেরে বরুণ চক্রবর্তীর প্সিন, আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসনের পেসে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির দল। 

এএন/০৩