অস্ট্রেলিয়ায় টিকা বিরোধী বিক্ষোভে সংঘর্ষ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২১, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২১
১১:২৭ অপরাহ্ন



অস্ট্রেলিয়ায় টিকা বিরোধী বিক্ষোভে সংঘর্ষ

বাধ্যতামূলক করোনা টিকার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের জের ধরে মেলবোর্ন জুড়ে নির্মাণ সাইটের কাজ বন্ধ করে দিয়েছে ভিক্টোরিয়া রাজ্য সরকার।

বিবিসি জানায়, সাইটে কাজ করতে হলে টিকা দেওয়ার প্রমাণ দাখিল করতে হবে এমন ঘোষণার পর সোমবার বিক্ষোভ শুরু হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণ শ্রমিক ও অন্যান্য বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের কারণে কিছু সাইট দুই সপ্তাহ বন্ধ থাকবে।

এ ঘটনায় সম্পদের ক্ষয়-ক্ষতি হয়েছে ও বেশ কয়েকজনকে আটক করেছেন পুলিশ।

এ দিকে মঙ্গলবার মেলবোর্নের অন্য একটি এলাকায় টিকা-বিরোধী শত শত লোক বিক্ষোভ করে। তারা সেখানে আগুন ধরিয়ে দেয় ও সাংবাদিকদের দিকে প্রস্রাব ছুড়ে দেয়।

সোমবারের ঘটনায় বিক্ষুব্ধ জনতাকে হঠাতে রাবার বুলেট ও মরিচের স্প্রে ব্যবহার করে দাঙ্গা পুলিশ।

এ সময় সংশ্লিষ্ট সরকারি অফিসে বিক্ষোভকারীরা ভাঙচুরও করে।

২৩ সেপ্টেম্বর থেকে নির্মাণ শ্রমিকদের টিকার প্রমাণ দেখাতে হবে এমন ঘোষণা আসার পর এ বিক্ষোভ শুরু হয়। তাদের বলা হয়, কাজ অব্যাহত রাখতে কমপক্ষে এক ডোজ টিকা দিতে হবে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুসারে, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৮৭ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ হাজার ১৬৭ জন।

দেশটি শুরু থেকেই করোনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট রুখতে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় লকডাউন জারি করা হয়।

বি এন-০৯