জগন্নাথপুরে অবৈধ যান চলাচল বন্ধের দাবি

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ২১, ২০২১
১০:৩২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২১
১০:৩২ অপরাহ্ন



জগন্নাথপুরে অবৈধ যান চলাচল বন্ধের দাবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারিচালিত টমটম, ইজিবাইকসহ অবৈধ যানবাহন বন্ধের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে গণপরিবহনের ‘ড্রাইভার্স ঐক্য পরিষদ’ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে সিএনজি স্ট্যান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি মশাহিদ মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক নেতা মঞ্জু মিয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম, জগন্নাথপুর মিনিবাস সিলেট স্ট্যান্ডের শ্রমিক শাখার সভাপতি গোলাম রব্বানি, পৌর পয়েন্টস্থ সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, শ্রমিক নেতা সানুর মিয়া, সেবুল মিয়া, মুহিত মিয়া, রানু, আলফু প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরের প্রতিটি সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম বেড়েছে। এসব যানে অপ্রাপ্ত ও অদক্ষ চালক থাকায় দুর্ঘটনার পাশাপাশি সড়কজুড়ে বিশৃঙ্খলা লেগেই থাকে। এতে করে চরম ভোগান্তি সৃষ্টি হয়। এছাড়া ফিটনেস ও পারমিট রেজিস্ট্রেশনবিহীন যান দ্রুত অপসারণের দাবি জানান বক্তারা। 

জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন, অবৈধ যানবাহনের দখলে এখন জহন্নাথপুর। টমটম, ইজিবাইক, মিশুকসহ সবধরণের অবৈধ যান দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি আমরা।


এএ/আরআর-০১