ধর্মপাশা প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২১
০৮:১০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০৮:১০ অপরাহ্ন
ভবন নির্মাণকাজ পাঁচদিন বন্ধ থাকার পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়টির ভবন নির্মাণ কাজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা দুপুর সোয়া ১২টা থেকে ফের শুরু করা হয়েছে।
নিম্ন মানের উপকরণ সামগ্রী ব্যবহার করার অভিযোগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ভবন নির্মাণের কাজটি বন্ধ করে দেন বিদ্যালয়টির শিক্ষকেরা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয় ও মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুই কোটি ৭৩লাখ টাকা ব্যয়ে উপজেলার মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজটি পায় মোয়াজ্জেম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে কাজের ঠিকাদার শ্রমিক নিয়োজিত করে ভবন নির্মাণের কাজ শুরু করেন।মাস খানেক কাজ করার পর ভবন নির্মাণ কাজের চারদিকে পানি চলে আসায় কাজটি বন্ধ করে দেওয়া হয়।
সপ্তাহ খানেক ধরে ঠিকাদারের নিয়োজিত ৫/৬জন শ্রমিক ভবন নির্মাণ কাজটি পুনরায় শুরু করেন। গত বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ঠিকাদারের নিয়োজিত কয়েকজন শ্রমিক ভবনের ভিম ঢালাই কাজ শুরু করে দেন। এই ঢালাই কাজে তারা নিম্ন মানের বালু,পাথর ও সুরকি ব্যবহার করতে থাকেন।
খবর পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম ওইদিনই সকাল সাড়ে ১০টার দিকে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের ভবনটির ভিম ঢালাই কাজটি বন্ধ করে দেন।
ভবন নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন,ভবন নির্মাণ কাজে নিম্ন মানের উপকরণ সামগ্রী ব্যবহার করায় ভবনের কাজটি পাঁচদিন ধরে বন্ধ ছিল। যৎসামান্য নিম্ন মানের উপকরণ সামগ্রী ঠিকাদার নিয়ে এসেছিল। এগুলো ঠিকাদার পরিবর্তন করে দিয়েছেন। মানসম্মত বালু,পাথর ও সুরকি আনা হয়েছে। এ অবস্থায় পাঁচদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার দুপুর থেকে ফের ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।
প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, ভবনের কাজে নিম্ন মানের উপকরণ সামগ্রী ব্যবহার করায় বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আমি ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলাম। এখন নিম্ন মানের নির্মাণ সামগ্রী পরিবরতন করে আনা হয়েছে। তাই ইউএনও স্যারের উপস্থিতিতে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা আজ মঙ্গলবার দুপুরে থেকে কাজ শুরু করেছেন।
ভবন নির্মাণ কাজের ঠিকাদার মোয়াজ্জেম হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি ।তবে তাঁর প্রতিনিধি ভুলু চৌধুরী বলেন, কিছু উপকরণ সামগ্রী খারাপ ছিল। শ্রমিকেরা ভুল করে এসব উপকরণ দিয়ে কাজ শুরু করায় এই কাজটি এতদিন বন্ধ ছিল। এখন এগুলো পরিবর্তন করে ভাল মালামাল আনা হয়েছে। নিম্ন মানের উপকরণ সামগ্রী দিয়ে এই ভবনটির কোনো কাজ করা হবে না। এমনটি করা হলে যা শাস্তি দেওয়া হয় তাই আমরা মাথা পেতে নেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ফের যাতে এমন অনিয়ম না হয় সে জন্য ঠিকাদারের নিয়োজিত প্রতিনিধিকে সতর্ক করে দেওয়া হয়েছে।
এস এ/বি এন-০২