ধর্মপাশা প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২১
০৮:১৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০৮:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়টির সপ্তম শ্রেণির শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান।
মঙ্গলবার (২১সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে বিদ্যালয়টির সপ্তম শ্রেণির কক্ষে ঢুকে তিনি শিক্ষার্থীদের এই গল্প শুনিয়েছেন।
এ ছাড়াও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথাও তিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন।
মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ কাজে নিম্ন মানের উপকরণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে,এমন অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।
পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টার দিকে তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানটির সপ্তম শ্রেণির কক্ষে ঢুকে পড়েন। এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষকের কাছ থেকে ১০মিনিট সময় নিয়ে শিক্ষার্থীদেরকে ১৯৭১ সালের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা বীর প্রতিক আবু ছালেকের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের গল্প শোনান এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
সপ্তম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা মুক্তিযুদ্ধের গল্প ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা জানতে পেরে খুবই আনন্দিত।
মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, ইউএনও স্যারের কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনে ও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা শুনতে পেরে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়েছে।স্যারকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ মুনতাসির হাসান বলেন, মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত এই বাংলা দেশটিকে আলোকিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে অবশ্যই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা জানাতে হবে।
এস এ/বি এন-০৩