শান্তিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২১
১০:০৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
১০:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২১ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার অর্থায়নে শান্তিগঞ্জ বাজার এফআইভিডির সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ১৩টি মাধ্যমিক ও ৫ টি দাখিল মাদরাসা অংশগ্রহণ করে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখে পাগলা হাইস্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সায়মা ইসলাম শিপা প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রসাশক কার্যালয় এর সহকারি কমিশনার মো. মাহবুব আলম, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, উপজেলা কৃষি অফিসার আতিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা তথ্যআপা শাপলা আক্তার,পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নোমান আহমদ প্রমুখ।
পরিশেষে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২১ প্রথম স্থান অধিকার করে পাগলা হাইস্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সায়মা ইসলাম শিপা, দ্বিতীয় স্থান ১০ শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল ইসলাম নাইম, তৃতীয়স্থান অধিকার করে উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী বন্যা রাণী দাস, ৪র্থস্থান অধিকার করে পাগলা হাইস্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইবা আক্তার ও ৫ম স্থান অধিকার করে একই বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী কমল পুরকায়স্থ।
এস টি/বি এন-১৩