সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২১
১১:৩৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
ভারতীয় সীমান্ত পার হয়ে অবৈধভাবে সুনামগঞ্জে মাদক প্রবেশ করে। সে মাদক সুনামগঞ্জ থেকে বিভাগীয় শহর সিলেটসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। তবে বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদকসহ বাহকরা ধরা পড়লেও মূলহোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকার বনগাঁও থেকে ৬৭ বোতল অফিসার্স চয়েস মদসহ প্রদীপ চন্দ্র দাস (১৯) নামের একজনকে আটক করে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রদীপ জেলার রঙ্গারচর ইউনিয়নের ভক্তেরগাঁও গ্রামের তুফান দাসের ছেলে। আটক প্রদীপ মাদক বহনকারী।
মাদক ব্যবসার মূলহোতাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান। আটক প্রদীপের বিরুদ্ধে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন, আমরা যাকে ধরেছি অনুমান করছি সে বাহক। মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূলহোতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এএম/আরআর-০২