খাদ্যবান্ধব কর্মসূচি : চাল কম দেওয়ায় ডিলারকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ২৩, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন



খাদ্যবান্ধব কর্মসূচি : চাল কম দেওয়ায় ডিলারকে জরিমানা

খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে চাল ওজনে কম দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের নিয়োজিত ডিলার শাহ আলমকে (৩৫) ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি ওই ইউনিয়নের টেবিরকোনা গ্রামে।

গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান এ আদালত পরিচালনা করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চামরদানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সাংবাদিক আতিক ফারুকি, ইউপি সদস্য সেলিম চৌধুরী প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার চামরদানী ইউনিয়নের ৪২২ জন কার্ডধারী রয়েছেন। ওই ইউনিয়নের নিয়োজিত ডিলার শাহ আলম গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর মধ্যবাজারে নিজে উপস্থিত থেকে তার গুদাম থেকে প্রত্যেক কার্ডধারীর মধ্যে কেজিপ্রতি ১০ টাকা দামে ৩০ কেজি চালের পরিবর্তে ২৮ কেজি করে চাল বিতরণ শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেলা পৌনে ১২টার দিকে ওই ডিলারের গুদাম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। চাল ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়ায় ইউএনও তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে এবং ভবিষ্যতে চাল ওজনে কম দেবেন না মৌখিকভাবে এমন অঙ্গীকার করে ডিলার শাহ আলম মুক্তি পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।


এসএ/আরআর-০৬