আইপিএলে ফের করোনার থাবা, ৬ জন আইসোলেশনে

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৩, ২০২১
০৪:১৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন



আইপিএলে ফের করোনার থাবা, ৬ জন আইসোলেশনে


চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফের হানা দিয়েছে করোনা ভাইরাস। সানরাইজার্স হায়দরাবাদের পেসার নটরাজন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার সংস্পর্শে থাকায় আরও ছয়জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এর মধ্যে আছেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্করও। বাকিদের প্রত্যেকেই দলের সাথে থাকা বিভিন্ন কর্মকর্তা।

এক বিবৃতিতে আইপিল কতৃপক্ষ জানিয়েছে, 'রুটিন আরটি-পিসিআর টেস্টে সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন। তিনি বাকিদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তার কোনও উপসর্গ নেই। মেডিক্যাল টিম নটরাজনের সান্নিধ্যে আসা ৬ জনকে চিহ্নিত করেছে এবং তাদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'নটরাজনের সান্নিধ্যে আসা ৬ জন-সহ বাকিদের আরটি-পিসিআর টেস্ট করা হয় স্থানীয় সময় সকাল ৫টায়। সবার রিপোর্টই নেগেটিভ। ফলে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রাতের সানরাইজার্স বনাম দিল্লি ম্যাচ সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।' এর আগে ভারতের মাটিতে প্রথমবার যখন আইপিএল আয়োজিত হয়, তখনও করোনার থাবাতেই টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই।

এএন/০৪