ধর্মপাশা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২১
০৮:১১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
০৮:১১ অপরাহ্ন
মুজিব জন্ম শতবর্ষ ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটির চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের ১০০টি চারা রোপণ করা হয়েছে।
গতকাল বুধবার (২২সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই চারা রোপণ অনুষ্ঠানের আয়োজন করে ।
প্রধান অতিথি হিসেবে এই চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিজন কুমার তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক নির্মল চন্দ্র সরকার, জসীম উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, কৃষি শিক্ষক শামছুল আলম,শিক্ষার্থীর অভিভাবক আবদুল হক প্রমুখ।
এস এ/বি এন-০১