দোয়ারাবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২১
০৮:২০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
১০:৩১ অপরাহ্ন
আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগ লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর প্রতীকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীর প্রতীকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না। বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং মর্যাদাপূর্ণ অবস্থানে দাড়িয়েছে। দেশের উন্নয়ন বেগবান করতে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীর প্রতীক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম আহমেদ চৌধুরী রানা, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা বরুন চন্দ্র দাস, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, হুমায়ুন কবির, কামরুজ্জামান রুবেল প্রমুখ।