মাদক কারবারিকে গ্রেপ্তারের সময় ছুরিকাঘাতে এএসআই নিহত

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৫, ২০২১
০১:৪১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২১
০১:৫৪ অপরাহ্ন



মাদক কারবারিকে গ্রেপ্তারের সময় ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরের হারাগাছে মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত এএসআই পিয়ারুল ইসলাম মারা গেছেন।

শনিবার বেলা সোয়া ১১টার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু।

এর আগে শুক্রবার মধ্যরাতে হারাগাছ সাহেবগঞ্জ এলাকায় মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মাঝরাতে দিকে গোপন খবরের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদক কারবারি ও মাদকসেবীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার চালানোর পর আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারি পলাশকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। 

বিএ-১১