যুক্তরাষ্ট্রে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৩

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৬, ২০২১
০৫:৩২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২১
০৫:৩২ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানায় ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) অঙ্গরাজ্যটির উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে ট্রেন দুর্ঘটনার এই বিষয়টি তদন্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

রয়টার্স জানিয়েছে, সিয়াটল অভিমুখে যাওয়া এই ট্রেনটিতে দুর্ঘটনার সময় প্রায় ১৪১ জন যাত্রী এবং ১৬ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় শনিবার বিকেল চারটার সময় জপলিন শহরের কাছে ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক লিবার্টি কাউন্টি শেরিফের কার্যালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ট্রেন দুর্ঘটনার পর লাইনচ্যুত হওয়া বগিগুলোতে আটকে পড়া সকল যাত্রীকে বাইরে বের করে আনা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। তবে তাদের সংখ্যাটি এখনও নিশ্চিত নয়।

এদিকে দুর্ঘটনা কবলিত ওই ট্রেনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে উল্টে যাওয়া বগিগুলোকে পড়ে থাকতে দেখা যায়।

বিএ-০৭