মোস্তাফিজের রাজস্থানের টানা হার, জিতল হায়দরাবাদ

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৮, ২০২১
০২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন



মোস্তাফিজের রাজস্থানের টানা হার, জিতল হায়দরাবাদ


দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগের ম্যাচে ২২ রানে ২ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ভালো বল করলেও জিততে পারেনি তাঁর দল রাজস্থান রয়্যালস।

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও একই ভাগ্য মেনে নিতে হলো রাজস্থানকে। মোস্তাফিজ ৩.৩ ওভারে ২৬ রানে নেন ১ উইকেট। সানরাইজার্সের কাছে ৭ উইকেটে হেরে আইপিএলের প্লে অফে ওঠার পথটা কঠিন করে ফেলল রাজস্থান রয়্যালস।

রাজস্থানের ৫ উইকেটে ১৬৪ রান তাড়া করতে নেমে ওপেনার জেসন রয়ের ৪২ বলে ৬০ এবং উইলিয়ামসনের অপরাজিত ৪১ বলে ৫১ রানে ভর করে ৯ বল হাতে রেখে জয় তুলে নেয় সানরাইজার্স। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রাজস্থান। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সানরাইজার্স। মোস্তাফিজকে চতুর্থ ওভারে আক্রমণে আনেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ওই ওভারে দুটি চারসহ ৯ রান দেন বাংলাদেশের এ পেসার। ১৩তম ওভারে তাঁকে ফিরিয়ে আনেন রাজস্থান অধিনায়ক। সে ওভারে ৫ রান দিয়ে প্রিয়ম গার্গের উইকেট তুলে নেন মোস্তাফিজ। ওই ওভার শেষে ৪২ বলে ৪৬ রান দরকার ছিল সানরাইজার্সের। উইকেটে উইলিয়ামসন ও অভিষেক শর্মা। ৩০ বলে ২১ রানে অপরাজিত ছিলেন তিনি। দুজনের অবিচ্ছিন্ন ৩৩ বলে ৪৮ রানের জুটি শেষ পর্যন্ত ভাঙতে পারেনি রাজস্থান। ১৭তম ওভারে ফিরে মাত্র ৪ রান দেন মোস্তাফিজ। ১৯তম ওভারে সানরাইজার্সের জিততে যখন ১২ বলে মাত্র ৬ রান দরকার তখন মোস্তাফিজকে তাঁর শেষ ওভারটি করার জন্য ফিরিয়ে আনেন স্যামসন। 

মোস্তাফিজের তিন বলের মধ্যে উইলিয়ামসনের কাছে দুটি চার হজম করায় হারটা ওই ওভারেই নিশ্চিত হয় রাজস্থানের। মহিপাল লোমরোর ও চেতন সাকারিয়াও ১টি করে উইকেট নেন রাজস্থানের হয়ে। 

এর আগে রাজস্থানের অধিনায়ক স্যামসন ৩ ছক্কা ও ৭ চারে ৫৭ বলে ৮২ রান করেন। ২৩ বলে ৩৬ রান করেন যশস্বী জয়সোয়াল। ৩৬ রানে ২ উইকেট নেন সানরাইজার্সের বোলার সিদ্ধার্থ কাউল।

এএন/০১