খেলা ডেস্ক
অক্টোবর ০৩, ২০২১
১১:২৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২১
১১:২৯ পূর্বাহ্ন
আইপিএল’র ৪৭তম ম্যাচে শনিবার ১৮৯ রান করেও হার এড়াতে পারেনি চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলকে হারিয়ে আইপিএলের চলতি আসরের প্লে অফের লড়াই জমিয়ে দিল মোস্তাফিজদের রাজস্থান রয়েলস।
শনিবারের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে যায় আইপিএলের রেকর্ড পাঁচ আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ১৯০ রান তাড়ায় ১৫ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় রাজস্থান রয়েলস।
মুম্বাইয়ের হার আর রাজস্থানের জয়ে আইপিএল ১৪তম আসরের প্লে অফের লড়াই জমে গেল।
চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস ইতোমধ্যে প্লে অফে খেলা নিশ্চিত করেছে। আর একটি ম্যাচ জিতলেই শেষ চারের টিকিট নিশ্চিত হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শেষ দুই ম্যাচে জয় না পেলেও বেঙ্গালুরুর প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে প্লে অফে চতুর্থ দলের টিকিটের জন্য লড়াইয়ে আছে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই চার দলই ১২ ম্যাচে ১০ পয়েন্ট করে সংগ্রহ করেছে। এই চার দলের মধ্যে শেষ দুই ম্যাচে যারা জিতে রান রেটে এগিয়ে থাকবে তারা চলে যাবে প্লে অফে।
এএন/০৩