খেলা ডেস্ক
অক্টোবর ০৩, ২০২১
০৭:০৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২১
০৭:০৪ অপরাহ্ন
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে প্রথম তিন ম্যাচে সুযোগ পান সাকিব আল হাসান। সেই তিন ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় দল থেকে বাদ পড়েন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক।
টানা নয় ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকার পর অবশেষে রবিবার কেকেআরের একাদশে সুযোগ পেলেন সাকিব। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফেরানো হলো বাংলাদেশ সেরা এ অলরাউন্ডারকে। সাকিবের ফেরার ম্যাচে ৬ উইকেটের জয় পায় কলকাতা নাইট রাইডার্স।
দীর্ঘদিন বসে থাকার পর একাদশে ফিরে সুযোগ কাজে লাগান সাকিব। এদিন নিজের প্রথম ৩ ওভারে ১০ রানে এক উইকেট শিকার করা সাকিব নিজের শেষ ওভারে দেন ১০ রান। আভিস্কা শর্মাকে আউট করার পাশাপাশি হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে রান আউট করেন সাকিব।
চলতি আইপিএল থেকে আগেই বিদায় নিশ্চিত হয় যায় হায়দরাবাদের। নিয়ম রক্ষার ম্যাচে হায়দরাবাদ প্রথমে ব্যাট করে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায়। জবাবে কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
তবে প্লে অফে খেলতে হলে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটিকে আগামীকাল মঙ্গলবার শেষ ম্যাচে হারারে হবে রাজস্থান রয়েলসেকে।
এএন/০৩