মধ্যরাতে ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ টাইগারদের

খেলা ডেস্ক


অক্টোবর ০৪, ২০২১
০৩:৩৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২১
০৩:৩৫ পূর্বাহ্ন



মধ্যরাতে ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ টাইগারদের


নানা নাটকীয়তার প্রায় আড়াই ঘণ্টা পর অবশেষে বিশ্বকাপ মিশনে ওমানের উদ্দেশে যাত্রা করেছে টাইগাররা। বাংলাদেশ দলের বহনকারী বিমানটি  রাত ১.২০ মিনিটে ঢাকা ছাড়ে।

রবিবার রাত ১০.৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা থেকে ওমান যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুরে ঘূর্ণিঝড় শাহীন আঘাত হানে ওমানে। এতে লাল-সবুজের যাত্রা নিয়ে শঙ্কা জাগে। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে নিশ্চিত করা হয়, যাত্রা বিলম্বিত হচ্ছে না।

ক্রিকেটারা রাত পৌনে ১১টার ফ্লাইট ধরতে রাত ৮টা নাগাদ বিমানবন্দরে হাজির হন। এরপর জানা যায়, স্থগিত হচ্ছে যাত্রা। পরবর্তী যাত্রার তারিখ বা সময় পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদমাধ্যমকে। এমন সিদ্ধান্তে দুজন ক্রিকেটার বিমানবন্দর ছেড়ে বাসার পথও ধরেছিলেন। আধা ঘণ্টা না যেতেই সিদ্ধান্তে পরিবর্তন। জানা যায় নির্ধারিত সময়েই ওমানের উদ্দেশে ঢাকা ছাড়বে দল।

রাত ১.২০ মিনিটে বাংলাদেশ দলের বহনকারী বিমানটি যাত্রা করে। বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন সর্বোমোট ২১ জন। ১৪ জন ক্রিকেটারের সঙ্গে টিমবয় ৩ জন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান যোগ দেবেন আইপিএল পর্ব শেষে। সস্ত্রীক আগেই ওমানে পৌঁছে গেছেন লিটন দাস।

সূচি অনুযায়ী ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশের অনুশীলন। চার দিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ খেলে পরদিন আবার তারা ওমানে ফিরে আসবে।

১৬ অক্টোবর এক বেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। বাছাই পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।

এএন/০৪