নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৫, ২০২১
০৫:৪৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২১
০৫:৫৮ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, '২০১০ সালে সাবেক অর্থমন্ত্রী বাদাঘাট-বাইপাস সড়কের কাজ শুরু করেছিলেন। এখনও শেষ হয়নি। ১২ বছরেও এই কাজটি শেষ না হওয়া লজ্জার বিষয়। ওই ডিপার্টমেন্টের জন্য এটা লজ্জার৷ আর আমাদের জন্য তা দুঃখ।'
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ভারত সরকারের উপহারের দুইটি আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, '১২ কিলোমিটারের একটা রাস্তা তৈরিতে এত দেরি হবে কেন? যারা এর দায় দায়িত্বে আছেন তাদের লজ্জা হওয়া উচিত। তাদের রিজাইন করা উচিত।'
তিনি আরও বলেন, 'সিলেটে আরও অনেক কাজ হচ্ছে। তবে মাঝেমধ্যে তা আটকে যায়। এ বিষয়ে আমি আমার সহকর্মী, বিশেষ করে রাজনৈতিক সহকর্মীদের বলব আপনারা বিষয়গুলো দেখভাল করবেন।'
এনএইচ/আরসি-০৮