পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৫, ২০২১
০৯:১৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২১
০৯:১৮ অপরাহ্ন



পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স পদার্থবিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কারের জন্য জাপান, যুক্তরাষ্ট্র ও ইতালির তিনজন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে।

পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন সাইউকুরো মানাবে এবং ক্লস হ্যাসেলম্যান নামের দুজন বিজ্ঞানী। আর বাকী অর্ধেক পাবেন জর্জিও প্যারিসি নামের আরেকজন বিজ্ঞানী।

‘জটিল ভৌত সিস্টেম সম্পর্কে আমাদের বোঝাপড়ার ক্ষেত্রে যুগান্তকারী অবদানের জন্য’ তাদেরকে এবারের নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।

সাইউকুরো মানাবে এবং ক্লস হ্যাসেলম্যানকে ‘পৃথিবীর জলবায়ুর পরিস্থিতির ভৌত মডেলিং, পরিবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বিশ্ব উষ্ণায়নের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা’, আর জর্জিও প্যারিসিকে ‘পারমাণবিক ও গ্রহগত পরিসরে ফিজিক্যাল সিস্টেম বা ভৌত ব্যবস্থায় বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন বা ওঠানামা পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য’ এই পুরস্কার দেওয়া হচ্ছে।

সাইকুরো মানাবে ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর জাপানে, ক্লাউস হাসেলম্যান ১৯৩১ সালের ২৫ অক্টোবর জার্মানির হামবুর্গে ও জর্জিও প্যারিস ১৯৪৮ সালের ৪ আগস্ট ইতালি রোমে জন্ম নেন।

গত বছরও পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন ৩ জন। এরা হলেন যুক্তরাজ্যের রজার পেনরোস, জার্মানির রাইনহার্ড গেনজেল এবং যক্তরাষ্ট্রের আন্দ্রেয়া ঘেজ।

করোনা মহামারির কারণে গত বছরের মতো চলতি বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে; গতবারের মতো সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনও অতিথি উপস্থিত ছিলেন না।

উনবিংশ শতাব্দিতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামের ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক; যা তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান— প্রতি বছর ৬টি বিষয়ে যারা বিশেষ আবদান রাখবেন; তাদের যেন এই অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়। ১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলতি বছরে সোমবার থেকে শুরু হওয়া এই পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হবে আগামী ১১ অক্টোবর।

গত সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছর এই খাতে নোবেল পেয়েছেন লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান ও মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস। নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এ দুই বিজ্ঞানী।

আগামীকাল বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তি এবং আগামী সোমবার (১১ অক্টোবর) অর্থনীতি বিজ্ঞানে এবারের নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

বি এন-১২