সেরামকে বাংলাদেশে ১০ লাখ ডোজ টিকা রপ্তানির অনুমতি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৮, ২০২১
০৬:০৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২১
০৬:০৪ পূর্বাহ্ন



সেরামকে বাংলাদেশে ১০ লাখ ডোজ টিকা রপ্তানির অনুমতি

ভারত সরকার সেরাম ইনস্টিটিউটকে বাংলাদেশে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা (কোভিশিল্ড) টিকা রপ্তানির অনুমতি দিয়েছে। শীগগীরই এই রপ্তানি শুরু হতে পারে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে ওই দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নেপাল ও মিয়ানমারেও ১০ লাখ ডোজ করে টিকা রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।

ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহে সেরাম বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু কভিড পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত গত মার্চ মাসের পর বিদেশে টিকা রপ্তানি বন্ধ করে দেয়। ভারত সরকার এ মাসে আবার টিকা রপ্তানি শুরু করতে যাচ্ছে। 

এদিকে মালদ্বীপ থেকে আজ শুক্রবার দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা ঢাকায় পৌঁছার কথা রয়েছে। মালদ্বীপ উপহার হিসেবে ওই টিকা পাঠিয়েছে।

আরসি-০৩