ভেনেজুয়েলাকে হারিয়ে টানা দশম জয় ব্রাজিলের

খেলা ডেস্ক


অক্টোবর ০৮, ২০২১
০৬:২৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২১
০৬:২৯ অপরাহ্ন



ভেনেজুয়েলাকে হারিয়ে টানা দশম জয় ব্রাজিলের

গোলের পর ব্রাজিল কোচ তিতের সঙ্গে উদযাপন করছেন গ্যাব্রিয়েল বারবোসা


দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ভেনেজুয়েলাকে হারিয়ে টানা দশম জয় পেয়েছে ব্রাজিল। এ টুর্নামেন্টের ইতিহাসে এটাই কোনো দলের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। আজ শুক্রবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমে পিছিয়ে পরেও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে তিতের দল। এই জয়ে  টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচের সব কটি জিতে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষ স্থান ধরে রেখেছে ব্রাজিল। এবার বাছাইপর্বে টানা ৯ ম্যাচ জয়ের আগে ব্রাজিল সর্বশেষ জিতেছে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। সে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। 

আগের রেকর্ডটিও ব্রাজিলের দখলেই ছিল। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৯ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলেন নেইমাররা। 

কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে দুবারের মুখোমুখিতেও জয় তুলে নেয় ব্রাজিল।

সব মিলিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৬ ম্যাচ অপরাজিত ব্রাজিল। এ টুর্নামেন্টে তাদের সর্বশেষ হার ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে। ২০১৫ সালের ৮ অক্টোবর সান্তিয়াগোয় ম্যাচটি ২-০ গোলে হারেন নেইমাররা। এর পর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ২৬ ম্যাচে ২১ জয়ের পাশাপাশি ড্র করেছে ৫ ম্যাচ।

এএন/০৩