বলিভিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১০, ২০২১
০৫:৫৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২১
০৫:৫৮ অপরাহ্ন



বলিভিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

বলিভিয়ায় বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে স্বাস্থ্য বিভাগের চার কর্মকর্তাসহ ছয়জন মারা গেছেন।

আমাজানের পান্ডো ডিপার্টমেন্টের আগুয়া দুসি এলাকায় শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বলিভিয়ান পুলিশের ডেপুটি কমান্ডার কর্নেল লুইস কিউভাস সাংবাদিকদের বলেন, লিবিরালতা থেকে উড্ডয়নের ৭ মিনিট পরে বিমানটি বিধ্বস্ত হয় এবং একটি গাছে আঘাত করে।

তিনি বলেন, ‘দুর্ঘটনায় সকল যাত্রী ও ক্রু নিহত হয়েছেন।’

দুর্ঘটনার তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, বিমানটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় ডেঙ্গু-চিকুনগুনিয়া কর্মসূচির চার কর্মকর্তা ছিলেন।