ফেঞ্চুগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক দলের তথ্য উপাত্ত ফরম বিতরণ শুরু

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৩, ২০২১
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২১
০২:৩১ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক দলের তথ্য উপাত্ত ফরম বিতরণ শুরু

সিলেট জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের নতুন কমিটি গঠনে নেতৃত্ব বেছে নিতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনুষ্ঠানিক তথ্য উপাত্ত ফরম বিতরণ শুরু করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার সংলগ্ন একটি হলরুমে তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠিত হয়।

ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক টিমের দলনেতা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। 

জেলা স্বেচ্ছাসেবক দল ও সাংগঠনিক টিমের সদস্য আছাদুর রহমান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইমাম উদ্দিন ইমাম, সৈয়দ সারোয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুনিম,  আজিজুর রহমান আজিজ, মোহাম্মদ আলী সোহাইল, জুনেল আহমেদ,  মাসুদ আহমদ কবির, মালেক আহমদ, জাহেদ আহমদ, মালেক আহমদ বক্ত, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশি, নির্ঝর রায়। 

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মামুন। শুভেচ্ছা বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সাহেদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, মাঠ পর্যায়ে ত্যাগী পরিক্ষিত ও আন্দোলন সংগ্রামে রাজপথে যারা সক্রিয় ছিলো তাদেরকেই নেতৃত্বে নিয়ে আসার জন্য তথ্য উপাত্ত বিররণ কার্যক্রম শুরু করা হয়েছে। নেতৃত্বে বাছাইয়ে চেহারা কিংবা ভাই দেখে নয় দলের প্রতি অনুগত্য, যোগ্যতা এবং ত্যাগকে প্রাধান্য দিয়েই নেতৃত্ব নির্ধারণ করা হবে। 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হাকিম উদ্দিন কওসর, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক আল কাওসার হাবিব টিটু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সৈয়দ ওয়ালিদ আহমেদ বিলাশ, সাবেক ছাত্রনেতা এহসান সাহেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ, হোসাইন আল সালেহি পাপন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিঠু, দিলাল আহমদ, ফখরুল ইসলাম নিসাত, মনিরুজ্জামান চৌধুরী রাসেল, আবুল হোসাইন খান সামি, সলসু মিয়া, আনু মিয়া, আজিজুর রহমান, মখলিছুর রহমান চৌধুরী সানুর , ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমেদ খান, শিপার আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক দিনার শাহ, সৈয়দ আক্তার আহমদ,  অলিদ আহমেদ সেন্টু, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তপু আহমদ খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহিন আহমেদ সহ পদপ্রত্যাশী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

আরসি-০৪