শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৩, ২০২১
০৮:৫৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২১
০৮:৫৮ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ  উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাল মিয়ার ছেলে রুহুল আমিন (২১), সিলেট মেট্রোপলিটনের পশ্চিম পীর মহল্লার আব্দুল হাফিজের ছেলে নিজামুর রহমান (৩৫), খাদিমনগর এলাকার নুর মিয়ার ছেলে আল আমিন (২১), মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সুলতান মিয়ার ছেলে মিজান মিয়া (২০), সিলেট জেলার জালালাবাদ উপজেলার তাজ উদ্দিনের ছেলে ফুল মিয়া (২১)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,  ডাকাতির প্রস্তুতিকালে আমরা তাদের অস্ত্রসহ আটক করি। 

এস ডি/বি এন-১০