আয়ারল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

খেলা ডেস্ক


অক্টোবর ১৫, ২০২১
০২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২১
০২:৫৭ পূর্বাহ্ন



আয়ারল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির অফিসিয়াল দু'টি প্রস্তুতি ম্যাচেই হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে আয়াল্যান্ডের কাছেও হেরেছে। লিটন দাসরা হেরেছেন ৩৩  রানের ব্যবধানে। 

বৃহস্পতিবার আবুধাবিতে মোস্তাফিজুর রহমান-শরিফুল ইসলাম-নাসুম আহমেদের পিটিয়ে ঝড় তুললেন গ্যারেথ ডেনলি। তাতে বড় রান পেল আয়ারল্যান্ড। পরে রান তাড়ায় চরম ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ। দুই অঙ্কে গেলেন মাত্র চারজন। এরমধ্যে বলার মতো রান করেছেন কেবল সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। 

আগে ব্যাট করে ডেনলির ৫০ বলে ৮৮ রানে ভর করে  ১৭৭ রান করে আইরিশরা। জবাবে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পেরেছে  ১৪৪ রান। দলের হয়ে সোহান ২৪ বলে ৩৮ ও সৌম্য করেন ৩০ বলে ৩৭ রান।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড:  ২০ ওভারে ১৭৭/৩ (স্টার্লিং ২২, বিলবার্নি ২৫,  ডেলনি ৮৮*, টেক্টর ২৩* ; তাসকিন ২৬/২, নাসুম ৩৩/১, মোস্তাফিজ ৪০/০,  শরিফুল ৪১/০)

বাংলাদেশ:   ২০ ওভারে ১৪৪  (সৌম্য ৩৭, আফিফ ১৭, সোহান ৩৮, তাসকিন ১৪*;  ইয়ং ২/১১, লিটল ২/২২, সিমি ১/১৯, অ্যাডাইর ৩/৩৩, হোয়াইট ১/৩৭)।

এএন/০১