ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৬, ২০২১
০১:৪৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৬, ২০২১
০১:৪৬ পূর্বাহ্ন



ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেস মারা গেছেন। এসেক্সে অস্ত্রোপচারের সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পুলিশ জানিয়েছে, লেই অন সিতে একটি গির্জায় ছুরিকাঘাত হয়েছে তার ওপর।

এ ঘটনায় জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা এ ঘটনায় একটি ছুরিও জব্দ করেছে। এছাড়া তারা মনে করছে, এ ঘটনায় আর কেউ জড়িত নয়।

৬৯ বছর বয়সী ডেভিড ১৯৮৩ সাল থেকে এমপি ছিলেন। তিনি স্ত্রী ও পাঁচ সন্তান রেখে গেছেন।

আরসি-১৮