সিলেটে গ্রাউন্ড ২ এর উদ্বোধন আজ, মাঠে নামছে বিভাগীয় দল

ক্রীড়া প্রতিবেদক


অক্টোবর ১৬, ২০২১
০৫:১৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৬, ২০২১
০৫:১৩ অপরাহ্ন



সিলেটে গ্রাউন্ড ২ এর উদ্বোধন আজ, মাঠে নামছে বিভাগীয় দল

বাংলাদেশের ক্রিকেটের প্রধান ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পর্দা উঠছে আজ। সিলেট বিভাগ বনাম ঢাকা বিভাগের ম্যাচ দিয়ে এদিনই যাত্রা শুরু করছে আউটার স্টেডিয়াম সিলেট গ্রাউন্ড-২ এর। আজ রবিবার সকাল ৯ টায় গ্রাউন্ড ২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

আউটার স্টেডিয়ামের উদ্বোধন শেষে ২৩ তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের পর্দা উঠবে। আউটার স্টেডিয়ামে সিলেটের মুখোমুখি হবে ঢাকা। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হবে রংপুর।

সিলেট ছাড়াও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে এবারের লিগের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। দুই স্তরের প্রতিযোগিতায় ছয়টি রাউন্ড মাঠে গড়াবে। একই দিনে চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ সকাল সাড়ে ৯ টায় শুরু হবে।

গত ১২ অক্টোবর সিলেট বিভাগীয় দলের ক্রিকটারদের ডাকা হয়েছিল। এবারের আসরে সিলেট বিভাগীয় দলে রয়েছেন ইমতিয়াজ হোসেন তান্না, শেনাজ আহমদ, সায়েম আলম রিজভী, জাকির হাসান, জাকের আলী অনীক, অলক কাপালী, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস জাবেদ, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমদ, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব, অমিত হাসান, মো শাহনুর রহমান ও আসাদুল্লাহ আল গালিব। সিলেট দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘বারাকা পাওয়ার লিমিটেড’।

এবারের জাতীয় লিগের টায়ার-১ এ থাকছে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ ও রংপুর বিভাগ। অন্যদিকে টায়ার-২ এ থাকছে ঢাকা মেট্রো, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগ।

আরসি-০৩