মধ্যাহ্ন বিরতির আগেই অলআউট সিলেট

ক্রীড়া প্রতিবেদক


অক্টোবর ১৭, ২০২১
০৩:২৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২১
০৫:২৬ পূর্বাহ্ন



মধ্যাহ্ন বিরতির আগেই অলআউট সিলেট

স্পিনার নাজমুল অপুর ঘূর্ণিতে গুটিয়ে গেছে সিলেট। এই বোলার শিকার করেছেন সিলেটের ৬ ব্যাটসম্যানকে। -সিলেট মিরর

বঙ্গবন্ধু ২৩ তম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক সিলেট বিভাগ। নাজমুল হোসেন আপুর স্পিন ঘূর্ণিতে সিলেট গুটিয়ে গেছে মাত্র ৬৭  রানে।

সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক অলক কাপালি। কিন্তু ইনিংসের শুরুতেই আঘাত হানেন পেসার সুমন খান। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার ইমতিয়াজ হোসেন। দ্বিতীয় উইকেট জুটিতে রিজভি ও অমিত মিলে ৩২ রান করেন। ১৭ রান করে রিজভী ফিরে গেলে আর শুরু হয় যাওয়া আসার মিছিল। মাঝে রাহাতুল ফেরদৌস আশা জাগিয়েছিলেন। তবে তিনিও মাত্র ১৮ রান করে ফিরে যান। যদিও এটাই সিলেটের প্রথম ইনিংসের সর্বোচ্চ ব্যাক্তিগত।

স্পিনার নাজমুল হোসেন অপু একাই শিকার করেন ৬ টি উইকেট। ১ মেডেন নিয়ে ৮ ওভারে খরচ করেন মাত্র ২৩ রান। এছাড়া শুভাগত হোম চৌধুরী তিনটি ও সুমন খান একটি করে উইকেট শিকার করেন। 

তবে ব্যাটিং ব্যর্থতায় ভুগছেন ঢাকার ব্যাটসম্যানরাও। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেন তারা। ওপেনার আব্দুল মজিদ ৩৫ রান করে রান-আউট হয়েছেন। এছাড়া শুভাগত হোম ১৪ রান ও নাদিফ চৌধুরী ১ রানে ক্রিজে আছেন। 

আরসি-১০