সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৯, ২০২১
০৬:২৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২১
০৬:২৪ অপরাহ্ন
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও ১২ জন। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) মধ্য ইকুয়েডরে যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
ইকুয়েডরের জরুরি বিভাগের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এল কমার্শিও জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে দেশটির চিমবোরাজো প্রদেশে একটি বাস ১০০ মিটার (৩২৮ ফুট) ওপর থেকে নিচে পাথরের ওপর পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চালকের সহকারীও রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা দেখা হচ্ছে বলেও জানিয়েছে সংবামাধ্যমটি।