বউকে বাড়ি ফেরাতে মাকে খুন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২২, ২০২১
০৭:৩৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২১
০৭:৩৪ অপরাহ্ন



বউকে বাড়ি ফেরাতে মাকে খুন

গলায় ফাঁস লাগিয়ে মাকে খুনের অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরের আঁকর গড়িয়ে এলাকার এক যুবকের বিরুদ্ধে। 

নিহত মায়ের নাম সন্ধ্য়া গুছাইত। অভিযুক্ত ছেলে সঞ্জয় গুছাইতকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) নিহতের মেয়ের স্বামী বিপ্লবের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্ধ্য়া গুছাইতের সঙ্গে অশান্তি করে বাপেরবাড়ি চলে যান সঞ্জয় গুছাইতের স্ত্রী। এরপর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান সঞ্জয়। কিন্তু স্ত্রী জানান, শাশুড়ি না মারা যাওয়া পর্যন্ত শ্বশুরবাড়ি ফিরবেন না তিনি। অভিযোগ উঠেছে, এরপরেই বাড়ি ফিরে মাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন সঞ্জয়। 

বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সঞ্জয় গুছাইতকেও। 

গ্রেপ্তারের পরেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে অভিযুক্তকে। সঞ্জয় ইতোমধ্যে নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মেয়েজামাই ও পাড়া প্রতিবেশীরা।

বি এন-০৩