বিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা তুলছে মালয়েশিয়া

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৩, ২০২১
০৫:৫১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০৫:৫১ পূর্বাহ্ন



বিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা তুলছে মালয়েশিয়া

করোনাভাইরাস মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর মালয়েশিয়া আবারও বিদেশি শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিতে যাচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুকের বরাত দিয়ে শুক্রবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি বলেন, ‘স্পেশাল কমিটি অব প্যানডেমিক ম্যানেজমেন্ট আজ (শুক্রবার) বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে গাছ লাগানোর কাজের জন্য একটি পদ্ধতির বিষয়ে সম্মতি দিয়েছে।’

তবে অন্যান্য শিল্পের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের কোটা এবং তাদের প্রবেশের তারিখ নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।

রয়টার্স লিখেছে, গ্লাভস এবং আইফোনের যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজে বৈধ তালিকায় থাকা প্রায় ২০ লাখ বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে। এ ছাড়া মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। অনেক বাংলাদেশি ছুটিতে দেশে এসে কভিড মহামারির কারণে আটকা পড়েছেন।

আরসি-০৫