সর্বোচ্চ রানের রেকর্ডের দ্বারপ্রান্তে গেইল

খেলা ডেস্ক


অক্টোবর ২৩, ২০২১
০৩:৪৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০৩:৪৪ পূর্বাহ্ন



সর্বোচ্চ রানের রেকর্ডের দ্বারপ্রান্তে গেইল


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই শুরু হচ্ছে আজ শনিবার। সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আর দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে থেকে খেলতে নামবেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।

আর ৯৬ রান করলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হবেন ক্রিস গেইল। এখন পর্যন্ত ২৮ টি-টোয়েন্টি ম্যাচে ক্রিস গেইল ব্যাট হাতে করেছেন ৯২০ রান, যা সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়। ক্রিস গেইল এ রান করতে পারলেই পেছনে পড়ে যাবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

লঙ্কার সাবেক এ অধিনায়ক ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ১০১৬ রান করেন, যা বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান। এ তালিকায় তৃতীয় সর্বোচ্চ ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮৯৭ রান করেছেন শ্রীলঙ্কার আরেক সাবেক অধিনায়ক তিলকরত্নে দিলশান। এরপর আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১৬ ম্যাচে ৭৭৭ রান কোহলির। ৩০ ম্যাচে ৭১৭ রান আছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের শহিদ আফ্রিদি। সুপার টুয়েলভে আর মাত্র একটি উইকেট পেলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক হবে সাকিব।

এএন/০৪