‘আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না’

খেলা ডেস্ক


অক্টোবর ২৭, ২০২১
০১:৪৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০১:৪৫ অপরাহ্ন



‘আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাসুম

লঙ্কা পরাজয়ের পর ইংলিশ পরীক্ষাতেও অকৃতকার্য টাইগাররা। ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দ্বিতীয় পরাজয় দেখল বাংলাদেশ।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আঙুল তোলা হয় বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ওপর। কিন্তু সেই ব্যর্থতার ব্যাখ্যা দিতে হয়েছে বোলার নাসুম আহমেদকে। ব্যাটিং ভরাডুবির দিনে আজ বাংলাদেশ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসেছেন এই বাঁহাতি স্পিনার। 

তিনি বলছিলেন, ‘এটা (ব্যাটসম্যানদের ব্যর্থতা) নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা প্রথম ছয় ওভারে রান তুলতে পারছি না। এই জন্য আমরা পিছিয়ে পড়ছি। রানও তুলতে পারছি না। উইকেটও পড়ছে। এটা নিয়ে সবাই আলোচনা করছি। সবারই ভালো কিছু করার চেষ্টা আছে। কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।’

তবে এখনই আশা হারাচ্ছেন না নাসুম। বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশ দলের আরও তিনটি ম্যাচ বাকি। একটি ম্যাচ জিতলেই ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগবে, বদলাবে ভাগ্য। 

এমন আশার কথা শোনালেন এই বাঁহাতি স্পিনার, ‘আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান থেকে একটা ম্যাচ জিততে পারলে বাকি দুটি ম্যাচেও আমরা ভালো করতে পারব। একটা ম্যাচ জিতলেও পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস পেয়ে যাব।’

পরের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২৯ অক্টোবর শারজার বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ দলের মতোই ওয়েস্ট ইন্ডিজও তাদের প্রথম দুই ম্যাচে হেরেছে। 

বাংলাদেশকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মুখিয়ে থাকবে ক্যারিবীয়রাও। তার আগে ব্যাটিং ছন্দে ফিরতে হবে মাহমুদউল্লাহদের, সেটি আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই।

অধিনায়ক মাহমুদউল্লাহও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নিজেদের ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন। তিনি বলেছেন, ‘ব্যাটিং নিয়ে খুবই হতাশ। আজকের উইকেট ভালো ছিল। আমরা শুরুটা ভালো করিনি। মাঝের ওভারে আমরা কোনো জুটি গড়তে পারিনি। যে ভালো শুরুটা দরকার, সেটা আমরা পাচ্ছি না। কারণ, এসব উইকেটে পরে ব্যাটিং করাটা একটু কঠিন। আমার মনে হয়, আমাদের ব্যাটিংয়ের কিছু দিক নিয়ে আরও চিন্তা করা উচিত।’

আরসি-২১